দারুসসুন্নাহ্ মহিলা মাদ্রাসা ও ইয়াতীম খান
By Darus@Sunnah on November, 24
দারুসসুন্নাহ্ সালাফিয়াহ্ মাদ্রাসা (বালক শাখা), রাজশাহী, এবং দারুসসুন্নাহ্ মহিলা মাদ্রাসা ও ইয়াতীম খানা, নওগাঁ (বালিকা শাখা), নির্মাণাধীন প্রতিষ্ঠান দারুসসুন্নাহ্ সালাফিয়াহ্ মাদ্রাসা, নওগাঁ (বালক শাখা)। বর্তমানে আমাদের ২টি মাদ্রাসা চলমান ও ১টি নির্মাণকাজ মাদরাসার সম্পন্ন হয়েছে এবং ২০২৫ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

Fig: