আসসালামু আ’লাইকুম ওয়া রহ্মাতুল্ল-হি ওয়াবা রকাতুহ্, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্তা ‘আলার জন্য, যিনি বিশ্ব জাহানের একমাত্র প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ), তাঁর পরিবারর্বা ও ছাহাবায়ে কেরামের উপর। কুরআন ও ছহীহ্ সুন্নাহ্ ভিত্তিক দ্বীনের দাওয়াত পৌছানোর লক্ষে, শাইখ মোখলেছ বিন আরশাদ মাদানী প্রতিষ্ঠা করেন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ’দারুসসুন্নাহ্ সালাফিয়াহ্ মাদ্রাসা’, আল হ্ামদুলিল্লাহ।
দারুসসুন্নাহ্ সালাফিয়াহ্ মাদ্রাসা (বালক শাখা), রাজশাহী, এবং দারুসসুন্নাহ্ মহিলা মাদ্রাসা ও ইয়াতীম খানা, নওগাঁ (বালিকা শাখা), নির্মাণাধীন প্রতিষ্ঠান দারুসসুন্নাহ্ সালাফিয়াহ্ মাদ্রাসা, নওগাঁ (বালক শাখা)। বর্তমানে আমাদের ২টি মাদ্রাসা চলমান ও ১টি নির্মাণকাজ মাদরাসার সম্পন্ন হয়েছে এবং ২০২৫ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।