১. পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহের আলোকে জ্ঞানার্জন এবং তদানুযায়ী আমলের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ।
২. সালফে ছলেহীনের মাসলাক ও মানহাজ অনুসারে পবিত্র কুরআন ও সুন্নাহের সঠিক ব্যাখ্যা প্রদান।
৩. ইসলামের নির্ভেজাল রূপ রেখা উপস্থাপন এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোাের যথাযথ জবাবদানের জন্য আল্লাহভীরু যো্যা আলেম, লেখক, াবেষক, অনুবাদক, দাঈ ইলাল্লহ্ তৈরি করা।
৪. সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য এবং সকল অবস্থায় মুসলিম জাতিকে সঠিক দিক-নির্দেশনা দানের জন্য আদর্শ নাগরিক ও উপযুক্ত নেতৃত্ব দানের যো্যা করে তোলা।

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য